ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় বিশ্বে ২০ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা

করোনার টিকা সহজলভ্য হওয়ার আগেই গোটা বিশ্বে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ২০ লাখ মানুষের মৃত্যু হতে পারে। গতকাল শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এমন আশঙ্কার কথা জানিয়েছে।

তবে সংস্থাটির জরুরি কার্যক্রম বিষয়ক প্রধান মাইক রায়ান জানান, আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নেওয়া না হলে এ সংখ্যা আরও বেশি হতে পারে।
মাইক রায়ান জানান, আমরা দেখতে পাচ্ছি বিশাল অঞ্চলজুড়ে উদ্বেগজনক মাত্রায় সংক্রমণ বাড়ছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এই ভাইরাস। চীনে এখন পর্যন্ত ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। তবে দেশটিতে এখন ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে করোনার প্রকোপ বাড়ছে। গত ১১ মার্চ বিশ্বজুড়ে মহামারী ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন