শেয়ারবাজারে আসতে শুরু করেছে বড় বড় কোম্পানি। বড় কোম্পানির সঙ্গে আসছেন বড় বড় বিনিয়োগকারীরাও। শুধু তাই নয়, নিয়ন্ত্রক সংস্থাগুলোর একের পর এক নেওয়া সিদ্ধান্তে আশার আলোও দেখছেন তারা। বাজারের চিত্রও বলে দিচ্ছে, আগামী দিনে আরও পরিচ্ছন্ন হয়ে অর্থনীতি চাঙা রাখতে বড় ভূমিকা রাখবে এই শেয়ারবাজার।
দেশীয় ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের মাত্র দুই দিনের লেনদেনের তথ্যই বলছে, বড় কোম্পানির প্রতি মানুষের আগ্রহ, চাহিদা ও আস্থাও বেশি। প্রথম দিনের প্রথম ট্রেডেই শেয়ারের দর বেড়ে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে। আইপিও লটারিতে পাওয়া ২৫২ টাকার শেয়ার প্রথম দিনে লেনদেন হয়েছে ৩৭৮ টাকায়। আর দ্বিতীয় দিনে মাত্র ১০ টাকার শেয়ারের দাম ৫৬৭ টাকায় উঠেছে।
সংশ্লিষ্টরা বলছেন, ওয়ালটন আসায় বাজার মূলধনও বেড়ে গেছে। যখন গ্রামীণফোন বাজারে এসেছিল তখনও মানুষ হুমড়ি খেয়ে পড়েছিল। বাজারের তথ্য বলছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৬৫১ কোটি টাকা,যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৩ লাখ ৮৫ হাজার ৬৩২ কোটি টাকা। অর্থাৎ গত সপ্তাহে ডিএসই’র বাজার মূলধন বেড়েছে ৯ হাজার ১৯ কোটি টাকা।
আনন্দবাজার/ইউএসএস