ঢাকা | মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

স্থগিত করা হয়েছে ব্রাজিলের রিও কার্নিভ্যাল

আলো ঝলমলে কার্নিভ্যাল প্যারেডে প্রতি বছরই উজ্জ্বল হয়ে উঠে ব্রাজিলের রিও ডি জেনিরো শহর। এ সময় রং-বেরঙের পোশাকে রাতভর চলে ঐতিহ্যবাহী সাম্বা নাচ। আর ঐতিহাসিক এই আয়োজন দেখতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সমুদ্রপাড়ের শহরটিতে হাজির হন লাখ লাখ পর্যটক।

তবে এ বছর সেই আনন্দ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। ব্রাজিলে নিয়ন্ত্রণহীন করোনা সংক্রমণের কারণে আগামী ফেব্রুয়ারিতে কার্নিভ্যাল প্যারেড স্থগিত করেছেন আয়োজকরা।

প্রতিবছর লাতিন আমেরিকার রিও শহরে কার্নিভ্যালের আয়োজন করে ইন্ডিপেন্ডেন্ট লিগ অব রিও ডি জেনিরো সাম্বা স্কুলস (লাইসা)। গতকাল (বৃহস্পতিবার) সংগঠনটির সভাপতি জর্জি কাস্তানহেরা বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, এবার এই অনুষ্ঠান স্থগিত করতেই হবে। ভ্যাকসিন না থাকলে কার্নিভ্যাল আয়োজন কঠিন হবে। পর্যাপ্ত সুরক্ষা ছাড়া কার্নিভ্যাল হওয়ার কোনও উপায় নেই আমাদের কাছে।

করোনাভাইরাস মহামারির দিক থেকে ব্রাজিল বিশ্বের অন্যতম দেশ। আর করোনায় মৃত্যুর তালিকায় দ্বিতীয়স্থানে আছে দেশটি, এক লাখ ৪০ হাজার ছুঁই ছুঁই। আক্রান্তের দিক দিয়ে তৃতীয়স্থানে দেশটি, ৪৭ লাখের দিকে এগিয়ে চলছে। ফলে ২০২১ সালের ফেব্রুয়ারির রিও কার্নিভ্যাল আসর স্থগিত করা হয়েছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন