ঢাকা | বৃহস্পতিবার
১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কৃষি বিলের প্রতিবাদে ভারতজুড়ে চলছে বিক্ষোভ

ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিতর্কিত কৃষি বিলকে কেন্দ্র করে ভারতজুড়ে চলছে বিক্ষোভ। ভারতের লোকসভায় অনুমোদিত এই বিলকে প্রত্যাখ্যান করে দেশটির কৃষক সংগঠনগুলো আজ শুক্রবার ‘ভারত বন্ধের’ ডাক দিয়েছে। ইতোমধ্যে কংগ্রেসসহ দেশেটির অধিকাংশ বিরোধী দলই কৃষকদের এই আন্দোলনে সমর্থন জানিয়েছে। 

এই বিলের বিরুদ্ধে কোথাও রাস্তা আটকে, কোথাও ‘রেল রোকো’ মাধ্যমে প্রতিবাদ করে যাচ্ছে কৃষকরা। পাঞ্জাব ও হরিয়ানাসহ কর্নাটক, মহারাষ্ট্র, অমৃতসর, জালন্ধর, লুধিয়ানা, অম্বালা, চন্ডীগড় ও বিহারে চলছে প্রতিবাদ বিক্ষোভ। তবে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে জন্য পুলিশ মোতায়েন করেছে দেশটির সরকার।

এদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ বিক্ষোভকারী কৃষকদের স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অনুরোধ জানিয়েছেন।

আন্দোলনকে সমর্থন জানিয়েছে রাহুল গান্ধী টুইটে লিখেছেন, ক্রুটিপূর্ণ জিএসটি ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ধ্বংস করেছে বিজেপি। নতুন কৃষি আইন আমাদের কৃষকদের ক্রীতদাস তৈরি করবে।

অপরদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেন, এত দিন যারা মিথ্যে বলে কৃষকদের পাওনা থেকে বঞ্চিত করে রেখেছিলেন, তারাই এখন কৃষকদের কাঁধে বন্দুক রেখে চালাচ্ছেন। সরকারি নীতি নিয়ে মানুষকে ভুল বুঝিয়ে যাচ্ছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন