ঢাকা | শুক্রবার
৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়ার কাছে ক্ষমা চেয়েছেন কিম!

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার কাছে ক্ষমা চেয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। ইতোমধ্যে মুন জে ইনের কাছে চিঠিও পাঠিয়েছেন তিনি। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির কার্যালয় চিঠি পাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে।

জানা গেছে, এ সপ্তাহের শুরুতে দক্ষিণ কোরিয়ার একজন সরকারি কর্মকর্তাকে গুলি করে হত্যার করার পর ক্ষমা চেয়েছেন কিম।

এই ব্যাপারে দক্ষিণ কোরিয়ার জানায়, ওই সরকারি কর্মকর্তা উত্তর কোরিয়া যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু তাকে ভাসমান অবস্থায় খুঁজে পাওয়া গেছে উত্তর কোরিয়ার জলসীমায়। তাদের দাবি, ওই কর্মকর্তাকে গুলি করে হত্যার পর তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল।

মহামারি করোনার সংক্রমণ প্রতিরোধ করতে উত্তর কোরিয়া সীমান্তে কঠোর নজরদারির যে নির্দেশনা দেওয়া হয়েছে , তার কারণেই দেশটির সৈন্যরা দক্ষিণের ওই কর্মকর্তাকে গুলি করেন বলে ধারণা করা হচ্ছে।

তবে ৪৭ বছর বয়সী ওই মৎস্য কর্মকর্তা কী করে উত্তরের জলসীমায় পৌঁছেছিলেন, দক্ষিণের সেনাবাহিনী এখনও তার কোন ব্যাখ্যা দেয়নি।

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনার প্রবেশ রোধ করতে উত্তর কোরিয়া তার সৈন্যদের সীমান্তে ‘শুট টু কিলের’ নির্দেশনা দেওয়া হয়েছে বলে চলতি মাসের শুরুতে বলেছিলেন দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক কমান্ডার।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন