রাষ্ট্রীয় গোপন তথ্য সংগ্রহ করে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার কাছে পাঠানোর অভিযোগ দুই জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে বুলগেরিয়া। গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার (২৩ সেপ্টেম্বর) এই সিদ্ধান্ত নিয়েছে বুলগেরিয়ার সরকার। খবর: অ্যাসোসিয়েটেড প্রেস।
বহিষ্কার পরবর্তী তিন দিনের মধ্যে এই দুই রুশ নাগরিকে বুলগেরিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।
বুলগেরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোফিয়াতে অবস্থিত রুশ দূতাবাসকে রাষ্ট্রীয়ভাবে বরখাস্তের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। প্রাক-বিচার তদন্তে গত চার বছরে দুই রুশ নাগরিক গোয়েন্দা তৎপরতায় লিপ্ত ছিলেন। তারা সেনাবাহিনীকে আধুনিকীকরণের জন্য তথ্য সংগ্রহের চেষ্টা করেছেন বলে প্রমাণিত হয়েছে।
আনন্দবাজার/এম.কে