ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে মোটা মানুষটির করোনা জয়!

দেহের ওজনের জন্য মেক্সিকোর ৩৪ বছরের যুবক জোয়ান পেড্রো ২০১৭ সালে নিজের নাম লিখিয়েছিলেন গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বুকে ।

সেই সময় তার ওজন ছিল ৫৯৫ কিলোগ্রাম। তবে ডাক্তারের পরামর্শে নিয়মিত ব্যায়াম করে ১০০ কেজিরও বেশি চর্বি কমিয়েছেন জোয়ান পেড্রো। তার এই শরীরিক অবস্থার মধ্যেও তিনি করোনাকেও জয় করেছেন ।

করোনায় তার রক্তচাপ, ডায়াবেটিস এবং শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল। কিন্তু চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলায় এখন তিনি করোনামুক্ত।

বর্তমানে তার ওজন আগের তুলনায় এক-তৃতীয়াংশ, মাত্র ২০৮ কেজি। করোনায় তার মাথাব্যথা, সারা শরীরে প্রচণ্ড ব্যথা ও জ্বর আসত।

ধীরে ধীরে তিনি করোনামুক্ত হয়েছেন। এত মোটা মানুষের করোনা জয়ের ঘটনা এটিই প্রথম।

সূত্র: গালফ নিউজ।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন