ঢাকা | বৃহস্পতিবার
১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মহামারিতে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত জাপানের ক্যাফে ও রেস্তোরাঁ

নভেল করোনাভাইরাস মহামারিতে বিপন্ন হয়েছে মানুষের জীবন, টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র ও মাঝারি কোম্পানি এবং স্টোরগুলোর অনেক লোকসান গুনতে হয়েছে। গত ফেব্রুয়ারির পর থেকে জাপানে এমন পাঁচ শতাধিক কোম্পানি দেউলিয়া হয়ে গিয়েছে।

তথ্যটি বেসরকারি একটি ক্রেডিট রিসার্চ ফার্মের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে।

টোকিও শকো রিসার্চ লিমিটেডের অনুসন্ধানে দেখা গেছে, গত ১৫ সেপ্টেম্বর নাগাদ জাপানে দেউলিয়া হওয়া ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। সবচেয়ে বেশি দেউলিয়া হয়েছে রেস্তোরাঁ ও ক্যাফেগুলো। অস্থায়ীভাবে রিটেইল স্টোরগুলো বন্ধ হওয়া দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে পোশাক শিল্প। সেখানে ৫৪টি স্টোর ব্যবসা গুটিয়ে নিয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের প্রশাসন মালিক ও কর্মীদের রক্ষায় ব্যর্থ হয়েছে, যদিও তিনি বলেছিলেন যে রাজনীতির দায়বদ্ধতা হচ্ছে কর্মসংস্থান টিকিয়ে রাখা। করপোরেট বিপর্যয় থেকে রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার চিহ্নিত করে জরুরি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিলেন তিনি।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন