ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র নির্মাণ না করার সিদ্ধান্ত জিইর

মার্কিন যুক্তরাষ্ট্রের জেনারেল ইলেকট্রিক (জিই) কোম্পানি নতুন করে কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র নির্মাণ না করার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে মার্কিন কোম্পানিটি পরিবেশবান্ধব বিকল্প জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ব্যবসায় প্রাধান্য দেবে। বাজার মূলধন সংগ্রহের দিক দিয়ে জিই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম একটি কোম্পানি।

এনজিও ন্যাচারাল রিসোর্সেস ডিফেন্স কাউন্সিল জিই’র এ সিদ্ধান্তকে একদম সঠিক সময়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে।

এর আগে জিই জানায় যে জীবাশ্ম জ্বালানি থেকে তাদের মনোযোগ সরিয়ে আনবে। এর বদলে ব্যবহার করবে পরিবেশবান্ধব জ্বালানি উৎস। কিন্তু পাঁচ বছর আগে কোম্পানিটি তাদের ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি করে। এ চুক্তিটি ছিল ১ হাজার পাউন্ডের কয়লাচালিত টারবাইন উৎপাদনের।

জিইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাসেল স্টোকস বলেন, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটের কথা চিন্তা করে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। সময়ের সঙ্গে সঙ্গে জিইর রূপান্তর ঘটেছে। এর ফলেই কয়লাভিত্তিক বিদ্যুতের বাজার থেকে আমরা ব্যবসা গুটিয়ে নিচ্ছি।

তিনি বলেন, তবে আমরা আমাদের গ্রাহকদের সহযোগিতা চালিয়ে যাব। তারা যাতে তাদের বিদ্যুৎকেন্দ্র কার্যকরভাবে সচল রাখতে পারে, সেজন্য আমরা সর্বোত্তম প্রযুক্তি ও সেবা সরবরাহ করব।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন