ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভুলে নিজেদের যুদ্ধবিমান ভূপাতিত করেছে রাশিয়া

ভুলবশত গুলি করে নিজেদের অত্যাধুনিক সু-৩০ যুদ্ধবিমান ভূপাতিত করেছে রাশিয়া। এ ঘটনায় বিমানটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। যদিও অল্পের জন্য বেঁচে গেছেন বিমানের দুই পাইলট।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্য রাশিয়ার টিভা অঞ্চলে সামরিক মহড়া চালাকালীন সময়ে একটি যুদ্ধবিমান থেকে গুলি ছুঁড়লে মুহুর্তেই আগুন ধরে যায় সু-৩০ বিমানটিতে। আর এসময় দ্রুতই বের হয়ে যান বিমানের দুই পাইলট।

ড্রোন ক্যামেরার ভিডিও দেখা গেছে, বিধ্বস্ত সু-৩০ বিমানের আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। ২০১২ সালে যুদ্ধ বিমানটি কিনতে ৫ কোটি মার্কিন ডলার খরচ করেছে রাশিয়া। এ ঘটনার পর সাময়িক সময়ের জন্য মহড়া বন্ধ করে দেয়া হয়েছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন