খুব ভোরেই জমে উঠে সাভারের আশুলিয়ার বাইপাইলে মাছের পাইকারি বাজার। এ বাজারে প্রতিদিন প্রায় এক কোটি টাকার লেনদেন হয় থাকে। সরবরাহ ভালো হলেও সব ধরনের মাছের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা করে বেশি নিচ্ছে পাইকাররা। তবে প্রতিকুল আবহাওয়া ও করোনা মহামারির কারণে সরবরাহ আগের চেয়ে কম বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
আজ (২৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার ভোরবেলায় দূর-দূরান্ত থেকে দেশি বিদেশি ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ এনে পসরা সাজিয়ে বসেন পাইকাররা। স্থানীয় মাছের পাশাপাশি চাঁদপুর, আরিচা, ভৈরব, বরিশাল, নাটোর, চট্টগ্রাম, সিরাজগঞ্জ ও ময়মনিংহের পাইকাররা এখানে মাছ নিয়ে বিক্রি করেন।
এরপর স্থানীয় বিভিন্ন বাজারের চাহিদা মিটিয়ে চলে যায় রাজধানীর কারওয়ান বাজার, আব্দুল্লাহপুর, মোহাম্মদপুর, মিরপুর, ও উত্তরাসহ বিভিন্ন খুচরা বাজারগুলোতে।
মাছের দাম নিয়ে পাইকার ও খুচরা ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পাইকারদের দাবি, সরবরাহ ও ক্রেতা সমাগম ভালো হলেও সব ধরনের মাছের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেশি।
আশুলিয়া থানা মৎস্য ব্যবসায়ী মার্কেটের সাধারণ সম্পাদক আবুল বাশার বলেন, সাগরে ট্রলার যেতে পারছে না, এছাড়া নদীতেও মাছ কম তাই বাজারে মাছের দাম বেশি।
আনন্দবাজার/ইউএসএস