দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ বৃহস্পতিবারও দর বাড়ার শীর্ষে উঠে এসেছে প্রকৌশল খাতের নতুন কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির মূল্য বৃদ্ধি পেয়েছে ১৮৯ টাকা বা ৫০ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
তথ্য অনুসারে, বৃহস্পতিবার কোম্পানিটি সর্বশেষ ৫৬৭ টাকা দরে লেনদেন করেছে। এদিন কোম্পানিটি ১৩৪ বারে ২ হাজার ৪৪২টি শেয়ার হাতবদল করে। যার বাজার মূল্য ১৩ লাখ ৯০ হাজার টাকা।
অপরদিকে তালিকার দ্বিতীয় স্থানে আছে পাইওনিয়র ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বৃদ্ধি পেয়েছে ৬ টাকা ৩০ পয়সা বা ৯.৯৮ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৬৯ টাকা ৪০ পয়সা দরে লেনদেন করে। কোম্পানিটি এক হাজার ৭৯৯ বারে ২৫ লাখ ৭ হাজার ৪৭৭টি শেয়ার হাতবদল করেছে। যার বাজার মূল্য ১৬ কোটি ৭৯ লাখ টাকা।
এছাড়া তালিকার তৃতীয় স্থানে থাকা সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর ২ টাকা ৮০ পয়সা বা ৯.৮৯ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
দর বাড়ার শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, প্রাইম টেক্সটাইল, নিটল ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স ও হামিদ ফেব্রিক্স লিমিটেড।
আনন্দবাজার/এফআইবি

