ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চুল পড়া রোধ করবে নিম পাতার রস

চুল পড়া নিয়ে অধিকাংশ মানুষই থাকেন হতাশায়। হোক সে নারী বা পুরুষ। তবে চুল নানা কারণে পড়তে পারে। কিন্তু চিকিৎসকদের মতে, বংশগত কারণ, থাইরয়েডের সমস্যা, আয়রন কিংবা ক্যালসিয়ামের অভাব, খাদ্যে পুষ্টিগুণের অভাব, নানা ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া ও হরমোনের ভারসাম্য ঠিক না থাকার কারণে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে।

তবে ঘরোয়া অনেক উপায়ে খুব সহজেই চুল পড়া সমস্যার সমাধান করতে পারেন। বিশেষ করে নিম পাতার রস এক্ষেত্রে আপনাকে শতভাগ সাহায্য করবে। আসুন জেনে নেই কীভাবে ব্যবহার করবেন নিমের রস-

নিমপাতা একটি প্রাকৃতিক জীবাণুনাশক যা নতুন চুল গজাতে এবং চুল পড়া রোধ করতে সহায়তা করে। সেই সাথে চুলের গোড়া শক্ত করে এবং খুশকি দূর করে। কিছু নিমপাতা ভালো করে ধুয়ে পেস্ট করে নিতে হবে। এরপর সেই পেস্ট থেকে রস বের করে মাথার পুরো অংশে, চুলের গোড়াতে লাগিয়ে খুব ভালভাবে ম্যাসাজ করতে। চাইলে পেস্টটি সরাসরি ব্যবহার করতে পারেন চুলে।

পেস্টটি কমপক্ষে ৩০ মিনিট মাথায় রেখে তারপর হালকা গরম পানি এবং শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিন। এভাবে সপ্তাহে অন্তত তিন থেকে চারদিন ব্যাবহার করতে হবে। এতে খুব দ্রুতই চুল পড়ার সমস্যা দূর হয়ে যাবে।

এছাড়া আরেকটি উপায়ে ব্যবহার করতে পারেন নিমপাতা। পাতাগুলো ভালো করে ধুয়ে পানিতে ফুটিয়ে নিতে হবে। পরে এই পানি ঠান্ডা করে তা দিয়ে মাথা ধুয়ে ফেলুন। এভাবেও অনেক উপকার পাবেন। অথবা চুলে নিমের তেলও ব্যবহার করতে পারেন।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন