টেলিফোনে প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারকে বোমা হামলায় উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ফলে টাওয়ার থেকে পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে।
গুতকাল বুধবার আইফেল টাওয়ারের পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
ওই মুখপাত্র জানান, পুলিশের কাছে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে টাওয়ারে বোমা হামলায় উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। ফলে সতর্কতাস্বরূপ লোকজন সরিয়ে নেওয়া হয়।
তিনি আরও জানান, এ ধরনের হুমকি অনেক সময় ‘তামাশা’ হিসাবে প্রমাণিত হয়। কিন্তু যদি সত্যি হয় তবে পরে আফসোস করতে হয়।
প্যারিস পুলিশ জানায়, হুমকির পর আইফেল টাওয়ার ঘিরে বিশেষ নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারীরা।
আনন্দবাজার/টি এস পি