জাতিসংঘ কর্তৃক আয়োজিত অনলাইনে শান্তি ও নিরাপত্তার সুরক্ষা দেওয়া বিষয়ক এক প্রতিযোগিতায় বাংলাদেশের ‘সাইবার টিনস’ পুরস্কৃত হয়েছে। ২৬ জানুয়ারি‘ অ্যাপস ফোর ডিজিটাল পিস’ শীর্ষক এই প্রতিযোগিতায় অনলাইন সুরক্ষায় প্রযুক্তিগত সমাধানের আইডিয়া আহ্বান করা হয়।
প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় সারা বিশ্ব থেকে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্যে তিনটি প্রতিষ্ঠানকে ২১ সেপ্টেম্বর সেরা ঘোষণা করা হয়।
অনলাইন প্ল্যাটফর্ম সাইবার টিনস দেশের সাইবার বুলিংয়ের শিকার হওয়া কিশোর-কিশোরীদের সাহায্য করে থাকে। স্কুল-কলেজে শিক্ষার্থীদের সচেতন করতে ডিজিটাল লিটারেসি ক্লাব গঠনসহ নিরাপদ ইন্টারনেট বিষয়ক সেমিনারও করে থাকে সাইবার টিনস।
প্রতিযোগিতায় তৃতীয় হওয়ায় সাইবার টিনস পুরস্কার হিসেবে পাচ্ছে পাঁচ হাজার ডলার এবং ২০২১ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অনলাইন নিরাপত্তা ও হুমকি নিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ।
সাইবার টিনসের প্রতিষ্ঠাতা সাদাত রহমান বলেন, ‘জাতিসংঘের এই সম্মাননা আমাদের কাজ, গুরুত্ব ও পরিধি আরো বৃদ্ধি করবে।
আনন্দবাজার/ইউএসএস