ঢাকা | রবিবার
১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ফের বেড়েছে পেঁয়াজের ঝাঁঝ

দিনাজপুরের হিলি স্থলবন্দরে গত তিন দিন ধরে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এই অজুহাতে আড়তগুলোতে আবারও পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। আমদানি বন্ধ থাকলেও আড়তগুলোতে রয়েছে ভারতীয় পেঁয়াজ। আর এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা কূটকৌশলে বাড়তি দামে বিক্রি করছে এসব পেঁয়াজ।

গত তিনদিন আগেও বন্দরের আড়তগুলোতে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হয়েছে।

বর্তমানে সে একই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। তবুও চাহিদার তুলনায় পেঁয়াজ দিচ্ছেন না আড়তদাররা। এর ফলে বিপাকে পড়তে হচ্ছে পেঁয়াজ কিনতে আসা পাইকার ও ভোক্তাদের।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন