টেলিফোনে বোমা হামলার হুমকি পাওয়ার পর ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার থেকে পর্যটকদের সরিয়ে নেয়া হয়েছে। আজ বুধবার স্থাপনাটি পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
আইফেল টাওয়ার কর্তৃপক্ষের মুখপাত্র জানান, পুলিশের কাছে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে টাওয়ারে বোমা হামলার হুমকি দেয়। এরপরই সতর্কতাস্বরূপে পর্যটকদের সরিয়ে নেয়া হয়েছে। তবে এ বিষয়ে আর কোনও তথ্য দেন নি তিনি।
প্যারিস পুলিশ জানিয়েছে, হুমকির পরপরই আইফেল টাওয়ার ঘিরে বিশেষ নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে নিরাপত্তা বাহিনী।
আনন্দবাজার/এম.কে