ইন্টারনেট জগতের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) ৯১ লাখ ৩৯ হাজার টাকা মূল্য সংযোজন কর (ভ্যাট) জমা দিয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর গণমাধ্যমকে জানায়।
ফেসবুকের পক্ষে এ অর্থ জমা দেয় প্রতিষ্ঠানটির বাংলাদেশ এজেন্ট এইচটিটিপুল। গত আগস্টে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ফেসবুকের এজেন্ট এইচটিটিপুল ৬ কোটি ২৩ লাখ টাকার বিজ্ঞাপন বিক্রি করে। এর বিপরীতে প্রতিষ্ঠানটি এই পরিমাণ ভ্যাট সংগ্রহ করে।
অবশ্য তার আগে যথাসময়ে ভ্যাট পরিশোধ না করায় ভ্যাট গোয়েন্দা বিভাগ এইচটিটিপুলের বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা করেছিল। এরপর তারা ৭৭ লাখ ৬২ হাজার টাকা বকেয়া ভ্যাট এবং ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা দেয়।
আনন্দবাজার/ইউএসএস