ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরিয়ায় আইএস ও সরকারি বাহিনীর সংঘর্ষে ২৮ জন নিহত

সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশে সরকারী বাহিনীর সঙ্গে উগ্রবাদী ইসলামিক স্টেট গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ২৮ যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, গেল সোমবার থেকে রাকার বদিয়ায় আইএস গ্রুপ সিরিয়ার সৈন্য এবং মিত্রদের অবস্থান ও চেকপয়েন্ট লক্ষ্য করে হামলা চালায়। এ হামলায় সরকারি বাহিনীর ১৩ জন সদস্য নিহত হয়।

এদিকে ব্রিটেন ভিত্তিক এ পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আবদেল রাহমান এএফপি’কে বলেন, রাকা প্রদেশে সরকারি বাহিনীর পাল্টা বিমান ও স্থল হামলায় ১৫ জন উগ্রবাদী নিহত হয়েছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন