ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ার পাম অয়েল রফতানি ১৫% বেড়েছে

* ইন্দোনেশিয়ার সম্মিলিত আয় ১৮৬ কোটি ডলার

* আগের তুলনায় ২৪ কোটি ৪০ লাখ ডলার বেশি

* জুনে ১৩৬ কোটি ডলার পাম অয়েল রফতানি 

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ধাক্কা সামলে ধীরে ধীরে চাঙ্গা হয়ে উঠছে ইন্দোনেশিয়ার পাম অয়েল রফতানি খাত। এ ধারাবাহিকতায় চলতি বছরের জুলাইয়ে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে পাম অয়েল পণ্য রফতানি আগের মাসের তুলনায় বৃদ্ধি পেয়ে ৩১ লাখ টন ছাড়িয়েছে। এ সময় পাম অয়েল রফতানি করে দেশটির আয়ও পূর্বের তুলনায় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ইন্দোনেশিয়ান পাম অয়েল অ্যাসোসিয়েশনের (আইপিওএ) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইপিওএ জানিয়েছে, চলতি বছরের জুলাইয়ে ইন্দোনেশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে সর্বমোট ৩১ লাখ ৩০ হাজার টন পাম অয়েল রফতানি হয়েছে। আগের মাসে দেশটি থেকে ২৭ লাখ ৬০ হাজার টন পাম অয়েল পণ্য রফতানি হয়েছিল।

সে হিসাবে, ত্রিশ দিনের ব্যবধানে ইন্দোনেশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে পাম অয়েল পণ্যের রফতানি ৩ লাখ ৭০ হাজার টন বৃদ্ধি পেয়েছে।

আইপিওএর প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ে পাম অয়েল রফতানিতে ইন্দোনেশিয়ার সম্মিলিত আয় ১৮৬ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা পূর্বের মাসের তুলনায় ২৪ কোটি ৪০ লাখ ডলার বেশি। গত জুনে দেশটি ১৩৬ কোটি ডলারের পাম অয়েল রফতানি করেছিল।

সে হিসাবে, ত্রিশ দিনের ব্যবধানে ইন্দোনেশিয়ার পাম অয়েল রফতানি করে আয় বৃদ্ধি পেয়েছে ১৫ শতাংশ।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন