ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চীন-রাশিয়াকে যুক্তরাষ্ট্রের হুশিয়ারি

ইরানের কাছে অস্ত্র বিক্রির ব্যাপারে চীন ও রাশিয়াকে হুশিয়ার করলো করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। গতকাল মঙ্গলবার এক মার্কিন দৈনিককে দেয়া সাক্ষাৎকারে এই হুশিয়ারি দিয়েছেন তিনি।

পম্পেও জানান, চীন ও রাশিয়া ইরানের কাছে অস্ত্র বিক্রি করলে ওই দুই দেশের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এমন একটি সময়ে এই হুমকি দিলেন, যখন ইউরোপের তিন দেশসহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো একযোগে বলেছে, ইরানবিরোধী নিষেধাজ্ঞা পুনর্বহাল করার অধিকার ওয়াশিংটনের নেই।

মাইক পম্পেও তার সাক্ষাৎকারে ইরানের পরমাণু সমঝোতার ব্যাপারে ইউরোপিয়ান দেশগুলোর নীতির সমালোচনা করেন এবং এ ব্যাপারে ওয়াশিংটনের পাশে না থাকায় ইউরোপের নিন্দা জানান।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর পম্পেও দাবি করেছিলেন, ইরানের বিরুদ্ধে জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়েছে।

তবে পম্পেওর ওই ঘোষণা প্রত্যাখ্যান করেছে, জাতিসংঘ মহাসচিব, ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কর্মকর্তা, তিন ইউরোপিয়ান দেশ- ফ্রান্স, ব্রিটেন ও জার্মানিসহ নিরাপত্তা পরিষদের প্রায় সব।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন