অর্থের অভাবে গৃহকর্মী রাখতে পারছেন না ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। বরিসের কয়েকজন বন্ধু জানিয়েছে, বরিসের বেতন কমে যাওয়ায় গৃহকর্মী রাখতে পারবেন কিনা তা নিয়ে চিন্তিত তিনি। এখন বরিসের কোনো গৃহকর্মী নেই।
শুধুমাত্র একজন পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন। কিছুদিন আগে আবার বাবা হয়েছেন বরিস। সেজন্য এখন অন্তত একজন আয়ার প্রয়োজন। তবে বর্তমান বেতনে আয়া রাখা সম্ভব হবে না তার।
প্রধানমন্ত্রী বরিস জনসনের আরেকজন সহযোগী জানান, ব্রিটেনের আগের অন্যান্য প্রধানমন্ত্রীদের মতো বরিসও খুব খারাপ সেবা পেয়ে আসছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে বছরে প্রায় দেড় লাখ পাউন্ড বেতন পেতেন বরিস জনসন। তবে সম্প্রতি এই বেতনের উল্লেখযোগ্য অংশই কমানো হয়েছে।
প্রধানমন্ত্রী হওয়ার আগে দ্য ডেইলি টেলিগ্রাফের সর্বোচ্চ সম্মানির কলাম লেখক ছিলেন বরিস। লেখালেখি করে ও বক্তব্য দিয়ে বড় অংকের অর্থ আয় করতেন তিনি। জানা গেছে, এসব থেকে বছরে সাড়ে তিন লাখ পাউন্ডের বেশি আয় করতেন তিনি।
আনন্দবাজার/টি এস পি