ঢাকা | শুক্রবার
৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মাদক কাণ্ডে ফেঁসে যাচ্ছেন দিয়া মির্জা

দীপিকার পর এবার মাদক কাণ্ডে ফেঁসে যাচ্ছেন দিয়া মির্জা। খুব দ্রুত এই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাবে এনসিবি। মাদক পাচারকারী অঙ্কুশ এবং অনুজ কেশওয়ানিকে জেরার সময়ই দিয়ান মির্জার নাম উঠে এসেছে বলে জানিয়েছেন এনসিবি তদন্তকারীরা।

এনসিবি সূত্রে আরও জানা গেছে, দিয়ার ম্যানেজার হচ্ছেন অনুজের প্রেমিকা। তিনিই দিয়াকে সময়মতো মাদক পৌঁছে দিতেন। ২০১৯ সাল থেকেই চলছে এই আদানপ্রদান। এমনকি, দুইবার মাদক পাচারকারীদের সঙ্গে দেখাও করেছিলেন দিয়ার ম্যানেজার।

দিয়ার ম্যানেজারকেই আগে ডেকে পাঠানো হচ্ছে বলে সংবাদ সূত্রে খবর। এরপর ডেকে পাঠানো হবে অভিনেত্রীকে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন