ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্প জাতিসংঘে রাজনৈতিক ভাইরাস ছড়াচ্ছেন : চীন

চীনের অভিযোগ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘে রাজনৈতিক ভাইরাস ছড়াচ্ছেন। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেছেন জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝাং জুন।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসকে নিয়ে চীনকে আক্রমণ করে জাতিসংঘের সাধারণ পরিষদে ট্রাম্পের বক্তব্যের জের ধরে এমন অভিযোগ করেছেন চীনা রাষ্ট্রদূত।

চীনা রাষ্ট্রদূত বলেছেন, যখন আন্তর্জাতিক সম্প্রদায় করোনার বিরুদ্ধে সত্যিকার অর্থেই কঠিন লড়াই করছে, তখন যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদে একটি রাজনৈতিক ভাইরাস ছড়াচ্ছে।

তিনি আরও বলেছেন, তিনি জোর দিয়ে বলতে চান যে যুক্তরাষ্ট্রের কথাবার্তা জাতিসংঘের সাধারণ পরিষদের সাধারণ পরিবেশের সঙ্গে সংগতিপূর্ণ নয়।
এর আগে সাধারণ পরিষদে দেওয়া বক্তৃতায় করোনাভাইরাসকে ‘চীনা ভাইরাস’ বলে অভিহিত করেছেন ট্রাম্প।

বিশ্বব্যাপী এই ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য চীনকে দায়ী করেছেন ট্রাম্প। একারণে চীনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বের প্রতি আহবান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন