ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হিলিতে বন্ধ পেঁয়াজ আমদানি, বাড়ছে দাম

হিলিতে গত দুই দিন থেকে বন্ধ আছে ভারত থেকে পেঁয়াজ আমদানি। নতুন করে আসেনি কোন পেঁয়াজের চালান। আর এতে করে হিলির পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। অন্যদিকে পেঁয়াজ মজুদ করে বাড়িয়েছে দাম বলছেন পাইকাররা।

অপরদিকে, পেঁয়াজ রফতানিতে ভারত সরকারের নতুন কোনো সিদ্ধান্ত না দেয়ায় ভোমরা বন্দরে পূর্বের অবস্থায় বিরাজ করছে। গত ১৪ সেপ্টেম্বরের আগে বাংলাদেশে প্রবেশে ভোমরা বন্দরে গেট পাস করা পেঁয়াজের গাড়িগুলো দিনে একটা বা কোনোদিন পাঁচটা এভাবেই প্রবেশ করছে।

হিলি স্থলবন্দরের খুচরা বাজারে ফের বৃদ্ধি পেয়েছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। মাত্র একদিনের ব্যবধানে কেজি প্রতি প্রকার ভেদে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।

সোমবার যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৫থেকে ৫০টাকা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা।

দাম বাড়ার কারণ হিসেবে খুচরা ব্যবসায়ীরা বলেন, আমদানিকারকদের ঘরে প্রচুর পেঁয়াজ রয়েছে। তারা বেশি পেঁয়াজ দিচ্ছে না, এমনকি বেশি দাম নিচ্ছেন। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি।

তারা আরও বলেছেন, সাংবাদিকের ক্যামেরার সামনে কেউ বক্তব্য দিলে তাদের পেঁয়াজ দেয়া হবে না এমনটি সাফ জানিয়েছেন আমদানিকারকরা।

এদিকে কথা হয় কয়েকজন পাইকারদের সঙ্গে। তারা অভিযোগ করেন, আড়তে প্রচুর পেঁয়াজ আছে তারপর দামও বেশি। পেঁয়াজ কেনার পর তারা কোন রশিদ দিচ্ছে না। পেঁয়াজগুলো কিনে তারা আতঙ্কের মাঝে আছেন।

এ বিষয়ে জানতে চাইলে পেঁয়াজ আমদানিকারকরা অথবা আমদানিকারকদের কোনো সংগঠনের নেতারা ফোনে বা সরাসরি সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।

অপরদিকে, পেঁয়াজ রফতানিতে ভারত সরকারের নতুন কোনো সিদ্ধান্ত না দেয়ায় ভোমরা বন্দরে আগের অবস্থায় বিরাজ করছে। গত ১৪ সেপ্টেম্বরের আগে বাংলাদেশে প্রবেশে ভোমরা বন্দরে গেট পাস করা পেঁয়াজের গাড়িগুলো দিনে একটা বা কোনোদিন পাঁচটা এভাবেই প্রবেশ করছে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন