ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তেহরানের সঙ্গে অস্ত্র বাণিজ্য করতে প্রস্তুত রাশিয়া

ইরানের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এবার তেহরানের সঙ্গে অস্ত্র বাণিজ্য করতে যাচ্ছে রাশিয়া। এ ব্যাপারে যদি আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করে তবে তা মানবে না মস্কো। রাশিয়া জানিয়েছে, এ ধরনের নিষেধাজ্ঞা মস্কো ও তেহরানের মধ্যকার ক্রমবর্ধমান সহযোগিতাকে ঠেকিয়ে রাখতে পারবে না।

এ ব্যাপারে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবক বলেছেন, আমরা এ ধরনের নিষেধাজ্ঞার ভয়ে ভীত নই, আমরা এগুলো দেখে অভ্যস্ত। মস্কো-তেহরান প্রতিরক্ষা সহযোগিতা মার্কিন যেকোনো ধরনের সীমাবদ্ধতার ঊর্ধ্বে থাকবে।

তিনি আরও বলেন, ইরানের ওপর মার্কিন অস্ত্র নিষেধাজ্ঞা কোনোভাবেই আমাদের নীতির ওপর প্রভাব ফেলতে পারবে না। ইরানের সঙ্গে আমাদের প্রতিরক্ষা সহযোগিতা নির্ভর করবে দুই দেশের প্রয়োজন এবং পারস্পরিক ইচ্ছের ওপর। অন্য কারো নির্বাহী আদেশ আমাদের দৃষ্টিভঙ্গিকে পাল্টাতে পারবে না।

এদিকে ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরি প্রচেষ্টার অভিযোগে আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু এ নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে রাশিয়া ও চীনসহ ইউরোপের একাধিক দেশ।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন