ঢাকা | রবিবার
৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বব্যাপী ম্যানেজমেন্টে নারীর সংখ্যা হতাশাজনক

অর্থনীতির মূলধারার কর্মক্ষেত্রগুলোতে নারীর অবদান বেড়েই চলেছে। বর্তমানে দেশে প্রায় দেড় কোটির বেশি নারী কৃষি, শিল্প ও সেবা এই তিন খাতে কাজ করছেন। কিন্তু, বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় পদে বিশ্বে এখনো নারীদের সংখ্যা খুবই কম।

এর মধ্যে করোনাভাইরাসের কারণে এ সংকট আরো ঘনীভূত করেছে। এক সাক্ষাৎকারে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) সভাপতি ক্রিস্টিন লাগার্দে এসব কথা বলেন। তিনি বলেন, বিশ্বব্যাপী ম্যানেজমেন্টে এখনো খুব কমসংখ্যক নারী রয়েছেন।

বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকসহ অর্থনৈতিক খাতের শীর্ষ পদে নারীদের সংখ্যা হতাশাজনক। ইউরো অঞ্চলের ১৯টি কেন্দ্রীয় ব্যাংকের সবই পুরুষদের দ্বারা পরিচালিত। অন্যদিকে ইসিবির পরিচালনা পর্ষদের ২৫ জন সদস্যের মধ্যে তিনিসহ নারী রয়েছেন মাত্র দুজন।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন