ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কাউকে ‘বিশ্বের বসের’ মতো আচরণ করতে দিবে না চীন

কোনও দেশকে কারও ভাগ্য নিয়ন্ত্রণ করতে এবং ‘বিশ্বের বসের’ মতো আচরণ করতে দিবে না বলে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ মঙ্গলবার ৭৫তম জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) উচ্চ পর্যায়ের ভার্চুয়াল অধিবেশনে ভাষণে এমন কথা বলেন তিনি।

শি বলেছেন, বৈশ্বিক বিষয়ে আধিপত্য, কারও ভাগ্য নিয়ন্ত্রণ পুরোটাই নিজের কাছে রাখার অধিকার কারও নেই। তবে শি কারও নাম উল্লেখ না করলেও দৃশত তিনি যুক্তরাষ্ট্রের দিকেই ইঙ্গিত দিয়েছেন বলে মনে করেছেন অনেকই।

জাতিসংঘে উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিত্ব বাড়ানোর আহ্বান জানিয়ে শি বলেছেন, বিশ্বের সর্ববৃহৎ এই সংস্থাটিকে আইনের শাসনে প্রতিষ্ঠাত করতে হবে।

যার মুঠোর শক্তি বেশি, তারা যেন দুর্বলদের ওপর আধিপত্য করতে না পারে। নিয়ম ও বিধি মেনেই বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক এবং তাদের স্বার্থের সমন্বয় করতে হবে বলে জানান তিনি।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন