ঢাকা | সোমবার
৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের কয়লা খাতে মন্দা

করোনা মহামারী কাটিয়ে উঠলেও কাটেনি মধ্যে যুক্তরাষ্ট্রের কূপগুলো থেকে কয়লা উত্তোলনের মন্দা। সর্বশেষ সপ্তাহে দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলন আগের সপ্তাহের তুলনায় কমেছে ৩ শতাংশের বেশি। এতে দেশটিতে কয়লার সাপ্তাহিক উত্তোলন সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) সর্বশেষ সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইআইএর প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিজস্ব কূপগুলো থেকে সব মিলিয়ে কয়লা উত্তোলন হয়েছে ১ কোটি ৩ লাখ ৪০ হাজার শর্ট টন। যা আগের সপ্তাহের তুলনায় ৩ দশমিক ৩ শতাংশ কম।

গত বছরের একই সপ্তাহের তুলনায়ও এ সপ্তাহে পণ্যটির উত্তোলন কমেছে রেকর্ড ২৬ দশমিক ৪ শতাংশ। এ নিয়ে যুক্তরাষ্ট্রের কয়লা উত্তোলন খাতে টানা তিন সপ্তাহ ধরে মন্দা ভাব দেখা গেছে। এমনকি টানা ২২ সপ্তাহ পর এবারই প্রথম দেশটির চারটি প্রধান কয়লা উত্তোলনকারী অঞ্চলের কূপগুলোর উত্তোলন কার্যক্রম সীমিত ছিল।

এ সময় মন্টানা ও উইমিং বেসিনের কূপগুলো থেকে সব মিলিয়ে কয়লা উত্তোলন হয়েছে ৪৮ লাখ ৬০ হাজার শর্ট টন, যা আগের সপ্তাহের তুলনায় ৩ দশমিক ১ শতাংশ ও আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ৮ শতাংশ কম। সেন্ট্রাল এপালেচিয়া বেসিনের কূপগুলো থেকে গত সপ্তাহে ১২ লাখ শর্ট টন কয়লা উত্তোলন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৪ দশমিক ৪ শতাংশ ও আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ দশমিক ৯ শতাংশ কম।

ইআইএর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে সর্বশেষ সপ্তাহ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কূপগুলো থেকে সব মিলিয়ে ৩৭ কোটি ২৮ লাখ ৬০ হাজার শর্ট টন কয়লা উত্তোলন হয়েছে। এক বছরের ব্যবধানে দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলন কমেছে ২৬ দশমিক ৩ শতাংশ।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন