ঢাকা | সোমবার
১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মিসরে আড়াই হাজার বছরের পুরনো কফিনের সন্ধান

মিসরে প্রাচীন এক কবরস্থান থেকে আড়াই হাজার বছরেরও বেশি সময় আগে সমাহিত করা ২৭টি কফিন উত্তোলন করা হয়েছে। দেশটির রাজধানী কায়রোর দক্ষিণে সাক্কারা এলাকায় সদ্য সন্ধান পাওয়া একটি কূপের ভেতরে পাথরের তৈরি এসব কফিনের খোঁজ মিলেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

বিবিসিকে কর্মকর্তারা জানান, চলতি মাসের শুরুর দিকে ১৩টি কফিন তোলা হয়। এরপর আরও ১৪টি শবাধার মাটির নিচ থেকে ওঠানো হয়েছে।

প্রত্নতত্ত্ববিদরা জানিয়েছেন, মিসরে এতো বেশি প্রাচীন কফিন এর আগে খুব কমই তোলা হয়েছে। কফিনগুলোর যেসব ছবি প্রকাশ করা হয়, তাতে দেখা যায়– এগুলো কাঠের তৈরি এবং এগুলোর গায়ে নানা রঙ দিয়ে নকশা আঁকা।

প্রাথমিক গবেষণায় দেখা গেছে সাক্কারার এই সমাধিক্ষেত্রে তিন হাজার বছর ধরে মৃতদেহ কবর দেয়া হচ্ছে। এই এলাকাটি জাতিসংঘের বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য এলাকা বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন