ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আবারও বন্ধ পেঁয়াজ আমদানি, কেজিতে বেড়েছে ১৫ টাকা

দুই দিন ধরে আবারও বন্ধ রয়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি। এতে আবারও বাড়তে শুরু করেছে হিলির পাইকারি ও খুচরা বাজারের পেঁয়াজের দাম। পেঁয়াজ মুজুদ করে বাড়িয়ে দাম বলছেন পাইকাররা।

একদিনের ব্যবধানে পেঁয়াজভেদে কেজি প্রতি দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। গতকাল যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৫ থেকে ৫০ টাকায় আজ তা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়।

দাম বাড়ার কারণ হিসেবে খুচরা ব্যবসায়ীরা জানান, আমদানিকারকদের ঘরে প্রচুর পেঁয়াজ আছে। তারা বেশি পেঁয়াজ দিচ্ছে না এমনকি বেশি দাম নিচ্ছে। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি।

বন্দরের কয়েকজন পাইকরারদার অভিযোগ করে জানান, আড়তে প্রচুর পেঁয়াজ রয়েছে দামও বেশি। পেঁয়াজ কেনার পর তারা কোন রশিদ দিচ্ছেন না। তারা পেঁয়াজগুলো কিনে আতঙ্কের মধ্যে রয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন