ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গুপ্তচরবৃত্তির অভিযোগে নিউ ইয়র্কের পুলিশ কর্মকর্তা গ্রেফতার

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে নিউ ইয়র্কের একজন পুলিশ বিভাগের কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এনে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিব্বতে জন্মগ্রহণকারী ওই পুলিশ কর্মকর্তার নাম বাইমাদাজি আংওয়াং। তার বিরুদ্ধে নিউ ইয়র্ক এলাকায় চীনা নাগরিকদের কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন দেওয়া ও তিব্বতি সম্প্রদায়ের মধ্যে সম্ভাব্য গোয়েন্দা উৎসগুলো সম্পর্কে মূল্যায়ন প্রতিবেদন দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়া এই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বিভাগের কমিউনিটি অ্যাফেয়ার্স ইউনিটে কাজ করতেন তিনি। বিচারে দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ৫৫ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানা গেছে।

সরকারি কৌঁসুলিরা জানান, আংওয়াং একজন বেসামরিক বিষয়ের বিশেষজ্ঞ হিসেবে ইউএস আর্মি রিজার্ভের নিযুক্ত কর্মী হিসেবেও কাজ করতেন। অভিযোগ করা হয়েছে, চীনের কন্স্যুলেটের দুই কর্মকর্তার সঙ্গে তিনি যোগাযোগ রক্ষা করে চলতেন।

আরও অভিযোগ উঠেছে, নিউ ইয়র্ক শহরের তিব্বতিদের বিষয়ে তথ্য দেওয়ার পাশাপাশি তিনি দাফতরিক বিভিন্ন অনুষ্ঠানে চীনা কর্মকর্তাদের আমন্ত্রণ করে এনে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিতেন।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন