গেল ফেব্রয়ারিতে ভালোবাসা দিবস উপলক্ষ্যে ধ্রব মিউজিক স্টেশনে প্রকাশিত হয়েছিলো এই সময়ের শ্রোতাপ্রিয় তরুন কণ্ঠশিল্পী তানজীব সারোয়ারের ‘ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি’ গানটি। এরইমধ্যে গানটি প্রায় আশি লক্ষ ভিউয়ার্স উপভোগ করেছেন।
বিগত দিনের গানের চেয়ে ‘ডুবে ডুবে’ গানটিতে তানজীবের কণ্ঠে শ্রোতা ভক্তরা একটু অন্যরকম আবেগ খুঁজে পেয়েছেন। তানজীব আরো জানালেন, তার গায়কীতে এবার আরো একটু পরিবর্তন এনেছেন। ডুবে ডুবে গানে ভয়েজ যেভাবে থ্রোয়িং করেছিলেন নতুন গান ‘মন পোষ মানেনা’ গানটিতেও সেই ধারাবাহিকতাটা থাকছে। গান গাওয়ায়র ক্ষেত্রেও স্টাইলে একটু ভিন্নতা এনেছেন। যে কারণে নতুন গান ‘মন পোষ মানেনা’ নিয়ে আরো অনেক বেশি আশাবাদী তানজীব সারোয়ার।
নতুন গানটি লিখেছেন তিনি নিজেই এবং সুরও করেছেন তিনি। গানটির সঙ্গীতায়োজন করেছেন সাজিদ সরকার। এরইমধ্যে গানটির মিউজিক ভিডিও দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে কুয়াকাকাটার মনোরম লোকেশনে। মিউজিক ভিডিও শুটিং শুরুর কিছুদিন আগেই ফেসবুকে তানজীবের সঙ্গে যুক্ত হন এই সময়ের তরুণ মডেল আন্নী মাচ্ছানিয়াদ।
‘মন পোষ মানেনা’ গানটির মিউজিক ভিডিও নির্মাতা এবং তানজীবের পছন্দেই মূলত এই গানে মডেল হিসেবে আন্নী’র কাজ করার সুযোগ হয়ে উঠে। আন্নী এর আগে একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন। তবে সেই গানে মডেল হিসেবে তেমন আলোচনায় না আসতে পারলেও তানজীব এবং আন্নী বিশ্বাস করেন ‘মন পোষ মানেনা’ আন্নীর চলার পথে মাইলফলক একটি গান হয়ে থাকবে। কারণ তানিম রহমান অংশু অনেক শ্রম দিয়ে, তার মেধা দিয়ে একটি সময়োপয়োগী গল্পের চমৎকার মিউজিক ভিডিও নির্মাণ করেছেন।
তানজীব বলেন, ‘কুয়াকাটার বিভিন্ন লোকশনে আমাদেরকে মৃত্যু ঝুকি নিয়ে শুটিং করতে হয়েছে। যেকোন সময় বড় কোন দুর্ঘটানা ঘটে যেতে পারতো। এতোসব চ্যালেঞ্জ নিয়ে চমৎকার মিউজিক ভিডিও নির্মাণের উদ্দেশ্যে একটা গানে গানে দর্শক যেন গল্পেও প্রবেশ করতে পারেন। আন্নী’র সঙ্গে এটা আমার প্রথম কাজ। কিন্তু আন্নীও এই গানের জন্য অনেক শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন। গানটিতে আমার থ্রোয়িং এবং আমার কণ্ঠে দুটো স্কেলে শ্রোতা দর্শকেরা গানটি শুনতে পাবেন। আশা করি শ্রোতারা এই গানে অন্য আমাকে খুঁজে পাবেন।’
আন্নী বলেন, ‘আমার ইচ্ছে ছিলো তানজীব ভাইয়ের গানে মডেল হবার। কিন্তু এতো তাড়াতাড়ি এই সুযোগটি চলে আসবে, তা ভাবিনি। তাও আবার শ্রদ্ধেয় অংশ ভাইয়ের নির্দেশনায়। আমি এমনই চেয়েছিলাম যে কোন গানে একজন মডার্ণ মেয়ে হিসেবে নিজেকে উপস্থাপন যেন করতে পারি। মন পোষ মানেনা’তে ঠিক তাই হয়েছে। গানটি আমার কাছে ভীষণ ভালোলেগেছে। যে কারণে আমরা সবাই চেষ্টা করেছি একটি চমৎকার পূর্ণাঙ্গ কাজ যেন দর্শককে উপহার দিতে পারি। অবশ্যই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তানজীব ভাইয়ের কাছে। ধন্যবাদ মন পোশ মানেনা’র পুরো ইউনিটকে।’
সিডি চয়েজের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল জানান, আগামী নভেম্বরে গানটি ‘সিডি চয়েজ’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
আনন্দবাজার/শাহী/রিজন