বিরোধপূর্ণ হিমালয় সীমান্তে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা প্রায় পাঁচ মাস ধরে বিরাজ করছে। দু’দেশর সেনা কমান্ডারদের মধ্যে বেশ কয়েকটি বৈঠকের পরও পরিস্থিতির তেমন কোনও উন্নতি হয়নি। বরং উভয় পক্ষ একে অপরকে হুমকি-ধমকি দিয়েই যাচ্ছে। ইতোমধ্যে ভারতীয় সেনার রাফায়েলও উড়ান দিয়েছে লাদাখের আকাশে।
জানা গেছে, গতকাল (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর আম্বালা এয়ারবেস থেকে লাদাখের উদ্দেশ্যে রওনা দেয় রাফায়েল যুদ্ধবিমান। লাদাখে পরিস্থিতির ওপর নজর রাখতেই রাফায়েলকে পাঠানো হয়েছে। এমনকি আজ সোমবার সকালেও লাদাখ ও লেহ’র আকাশে উড়তে দেখা গেছে রাফায়েল যুদ্ধবিমানকে।
এর আগে ভারতীয় সেনারা মিগ-২১, তেজসসহ একাধিক যুদ্ধবিমান দিয়ে আকাশ থেকে লাদাখের পরিস্থিতির দিকে নজরদারি চালিয়েছে। তবে এবার ময়দানে রাফায়েল জেটকে যুক্ত করেছে।
আনন্দবাজার/এম.কে