ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সেবাপ্রদানের ক্ষেত্রে আবারো শীর্ষ অবস্থানে নকিয়া

ফিনল্যান্ডভিত্তিক টেলিকম নেটওয়ার্ক সরঞ্জাম নির্মাতা নকিয়া টেলিকম সফটওয়্যার ও সেবাপ্রদানের ক্ষেত্রে আবারো শীর্ষ অবস্থানে উঠে এসেছে। বাজার পর্যালোচনা করে টেলিকম, মিডিয়া ও টেকনোলজি বিষয়ক বৈশ্বিক গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান অ্যানালাইসিস ম্যাসন ফার্ম এ তথ্য জানিয়েছে। 

অ্যানালাইসিস ম্যাসনের সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, বাজার পর্যালোচনা বাড়ানোর জন্য নকিয়ার নেয়া কৌশল প্রতিষ্ঠানটিকে সফটওয়্যার ব্যবসার ক্ষেত্রে ক্রমেই শক্তিশালী অবস্থান তৈরি করতে সহযোগিতা করছে।

গত বছরে বৈশ্বিক টেলিকম সফটওয়্যার ও সার্ভিস মার্কেটের প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১ শতাংশের মতো। একই সময় বাজারটির আকার ৬ হাজার ৬৯০ কোটি ডলারে পৌঁছেছে। এর মধ্যে নকিয়ার বাজার হিস্যা রয়েছে প্রায় ৪৫০ কোটি ডলার।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন