ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

৩৩ লাখ টনে দাড়াঁতে পারে মেক্সিকোর গম উৎপাদন

চলতি মৌসুমে মেক্সিকোয় গম উৎপাদনের জন্য চমত্কার আবহাওয়া বজায় রয়েছে। পারিপার্শ্বিক অবস্থা অনুকূল থাকায় ২০১৯-২০ মৌসুমে দেশটিতে কৃষিপণ্যটির বাম্পার ফলনের সম্ভাবনা দেখছে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস।

প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, ২০১৯-২০ মৌসুমে মেক্সিকোয় গমের সম্মিলিত উৎপাদন প্রায় ৩৩ লাখ টনে উন্নীত হতে পারে।

ইউএসডিএর পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া অনুকূল থাকায় ২০১৯-২০ মৌসুমে মেক্সিকোয় সব মিলিয়ে ৩২ লাখ ৭০ হাজার টন গম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তবে ২০২০-২১ মৌসুমে দেশটিতে কৃষিপণ্যটির উৎপাদন কমে ৩০ লাখ ৫০ হাজার টনে দাঁড়াতে পারে ।

নভেল করোনাভাইরাসের ধাক্কায় মেক্সিকোয় গমের ক্রয়-বিক্রয় মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। দেশটির সরকারি তথ্যানুযায়ী, বছরের শুরু থেকে লকডাউনে রেস্তোরাঁ ও বেকারিগুলো টানা বন্ধ থাকায় গমের ক্রয়-বিক্রয় কমেছে প্রায় ৩০ শতাংশ। এখন রেস্তোরাঁ ও বেকারিগুলো খুলেছে। এর পরও বছরের বাকি সময়ে মেক্সিকোয় গমের ক্রয়-বিক্রয় বর্তমানের তুলনায় সর্বোচ্চ ১৫ শতাংশ বাড়তে পারে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন