ঢাকা | শনিবার
১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

হোয়াটসঅ্যাপ ভিডিও কলিংয়ে যুক্ত হচ্ছে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্যে সুখবর। ভিডিও কলিংয়ের ক্ষেত্রে যুক্ত করছে নতুন ফিচার। আবার মেসেজ পাঠিয়েও তা মুছে ফেলার অপশন যোগ করছে অ্যাপটি। এবার আরও রঙিন হতে চলেছে হোয়াটসঅ্যাপ।

ভিন্ন চ্যাট বক্সের জন্য আলাদা আলাদা ওয়ালপেপার সেট করতে পারবেন ব্যবহারকারীরা। বন্ধুদের আড্ডার গ্রুপে বন্ধুদের ছবি যেমন সেট করা যাবে, তেমনই প্রিয় মানুষটির সঙ্গে চ্যাটিংয়ের সময় তার ছবি ব্যাকগ্রাউন্ডে রাখতে পারবেন।

ইতিমধ্যেই বেটা ব্যবহারকারীরা এই ফিচারটা ব্যবহার করতে পারছেন। পরীক্ষা–নিরীক্ষা সম্পন্ন হলেই ব্যবহাকারীদের জন্য সেটির আত্মপ্রকাশ ঘটবে।

মূলত, হোয়াটসঅ্যাপের সেটিংস অপশনে গেলেই ফিচারটি পাওয়া যাবে। সেখান থেকেই নিজের মতো অপশনটি বেছে নিতে পারবেন ব্যবহারকারীরা।

তবে ঠিক কবে ফিচারটি আসছে, এ বিষয়ে এখনও কিছুই জানায়নি হোয়াটসঅ্যাপ।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন