ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘দিন : দ্য ডে’ শেষ করতে তুরস্ক যাচ্ছেন অনন্ত-বর্ষা

সম্প্রতি ছবির শুটিং এর বাকি কাজ শেষ করতে তুরস্ক যাচ্ছেন অনন্ত-বর্ষা। তবে কথা ছিল লাগাতার শুটিংয়ের মাধ্যমে চিত্রনায়ক অনন্ত জলিল তার নতুন ছবি ‘দিন : দ্য ডে’-এর কাজ শেষ করবেন। কিন্তু তা হয়নি। গত মার্চে মাত্র দুই সপ্তাহের দৃশ্যধারণ বাকি থাকতেই করোনায় আটকে যায় ছবির শুটিং। তাই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় আবারও শুটিংয়ে ফিরছেন তারা।

জানা গেছে, আগামী অক্টোবরের মাঝামাঝি দেশটিতে শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন অনন্ত।

এই ব্যাপারে অনন্ত বলেন, ইতোমধ্যে ইস্তাম্বুল ও আনতালিয়ায় ছবিটির দৃশ্যধারণের অনুমতি পেয়েছি আমরা। তবে এখান থেকে আরও কয়েকজনের ভিসা পেতে হবে। আশা করছি, সেটি খুব দ্রুত পেয়ে যাব। অক্টোবরেই ছবিটির কাজ শেষ করতে না পারলে দেরি হয়ে যাবে। কারণ নভেম্বর ও ডিসেম্বরে তুরস্কে ভীষণ শীত পড়ে। তখন শুটিং করা খুবই কষ্টকর।

বাংলাদেশ এবং ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘দিন : দ্য ডে’। এটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানে ছবিটির দৃশ্যধারণ হয়েছে। যৌথ প্রযোজনার এ ছবিতে আরও অভিনয় করেছেন সুমন ফারুক, খল অভিনেতা মিশা সওদাগরসহ অনেকে। এ ছাড়া ইরান, লেবাননসহ বেশ কয়েকটি দেশের প্রথম সারির তারকারা এতে যুক্ত আছেন।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন