ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হিটলারের ছবি শেয়ার করায় বরখাস্ত ২৯ জার্মান পুলিশ

বিশ্বের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হিসেবে পরিচিত নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের ছবি চ্যাটবক্সে শেয়ার করায় ২৯ জন জার্মানি পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

দায়িত্বে অবহেলা ও বর্ণবাদের অভিযোগে দেশটির বেশ কিছু পুলিশকর্মীর বাড়ি ও ব্যুরোতে তল্লাশি চালানো হয়েছে। ওই অভিযানে এসেন ও নর্থ রাইন ওয়েস্টফেলিয়ার ২৯ জন বিতর্কিত পুলিশকে চিহ্নিত করা হয়েছে। যাদের চ্যাটবক্সে হিটলারের ছবি পাওয়া গেছে।

জানা গেছে, ২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ওই পুলিশ সদস্যদের ব্যবহার করা পাঁচটি গ্রুপ চ্যাট বের করা হয়েছে। সেখানে দেখা গেছে, বর্ণবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত এসব পুলিশ সদস্য। তারা নিজেদের মধ্যে হিটলারের ছবি শেয়ার করেছেন। এবং গ্যাস চেম্বারে শরণার্থীকে মারার কাল্পনিক ছবি নিয়েও আলোচনা করেছেন।

দেশটিতে এ ধরনের কাজ করা অপরাধ। যারা ওই গ্রুপে আলোচনায় অংশ নেননি তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তাদের কাছে জানতে চাওয়া হচ্ছে, কেন তারা এ ধরনের ঘটনার কথা উচ্চপদস্থ অফিসারদের কাছে রিপোর্ট করেননি।

জার্মান পুলিশ কর্তৃপক্ষ জানায়, পুলিশ যাতে নিরপেক্ষভাবে তদন্ত করে সে দিকে আরও বেশি নজর দেয়া হবে। প্রশাসনে বর্ণবাদের কোনো স্থান নেই।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন