বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। কোম্পানিটির মোট ৫৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার কোম্পানিটি মোট ৪৬ লাখ ৩২ হাজার শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে আছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ২৫ লাখ ৩০ হাজার ৫৮৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩২ কোটি ৩৮ লাখ টাকা।

অপরদিকে তালিকার তৃতীয় স্থানে আছে এসকে ট্রিমস। কোম্পানিটির ৩৮ লাখ ৫৪ হাজার শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৪ কোটি ৪ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- নিটল ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবলস, ডিবিএইচ, ইউনাইটেড পাওয়ার, ব্রাক ব্যাংক, রিপাবলিক ইন্স্যুরেন্স ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

আনন্দবাজার/এফআইবি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ইউএস ট্রেড শো শুরু হবে ২৭ ফেব্রুয়ারি

সংবাদটি শেয়ার করুন