ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন বৃদ্ধি পেয়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

রবিবার ডিএসই প্রধান মূল্য সূচক ১৫ পয়েন্ট কমে ৫ হাজার ৮৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ৮ পয়েন্ট কমে এক হাজার ৭৫২ পয়েন্টে অবস্থান করছে। তাছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে এক হাজার ১০৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের হাতবদল হয়েছে। যা আগের দিনের চাইতে ৯০ কোটি ৮১ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল এক হাজার ১৩ কোটি ৭৯ লাখ টাকার।

তবে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৩৮ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ৩৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে ২৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার হাতবদল হয়েছে। এর মাঝে ২৮৮টির দাম বৃদ্ধি পেয়েছে, কমেছে ১০৯টির। আর ১৪৭টির দর অপরিবর্তিত আছে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন