বাংলার পাগলু চলচ্চিত্র দিয়ে সিলভার স্ক্রিনে এন্ট্রি নেয়া সানজু জনকে সচরাচর অ্যাকশন বা রোমান্টিকধর্মী চরিত্রে বেশী দেখা গেলেও ‘সোলমেট’ চলচ্চিত্রে একেবারেই ভিন্ন চরিত্রে দেখা যাবে তাকে।
বাপ্পি খানের পরিচালনায় চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অনামিকা মণ্ডল। সোলমেট চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করছেন সানজু জন। এখানে তাকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে বিজনেসম্যান (সি আই পি) চরিত্রে দেখা যাবে। মূলত একজন বিজনেসম্যানের লাইফস্টাইল নিয়েই গড়ে উঠেছে সিনেমার গল্প।
সানজু জন জানান, এ ধরণের চরিত্রে আমার আগে কাজ করা হয়নি, এটাই প্রথম। নিজের সর্বচ্চোটা দিয়ে কাজ করে যাচ্ছি। তিনি আরও জানান, শুরুতে সোলমেট একটি ওয়েব ফিল্ম হওয়ার কথা থাকলেও পুরো টিমের ডেডিকেশন, আগ্রহ দেখে এটাকে চলচ্চিত্রে রূপান্তরিত করা হয়েছে। আশা করছি দর্শককে ভালো একটা চলচ্চিত্র উপহার দিতে পারবো।
এদিকে, সানজু জন এর বিপরীতে অভিনয় করছেন বিপাশা কবির। এ জুটির এটাই প্রথম সিনেমা। এর আগে তারা বেশ কিছু স্টেজ পারফর্ম করেছেন। ফেস্টিভ এর জন্য দ্যা নিউ নরমাল শর্টফিল্মেও একসাথে কাজ করা হয়েছে।
জন, বিপাশা ছাড়াও সোলমেটে আরো অভিনয় করছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা তাসকিন আহমেদ, শিমুল খান, ফরহাদ লিমন প্রমুখ।
আনন্দবাজার/শাহী