বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

 সপ্তাহের ব্যাবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৯৮ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনার মাধ্যমে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি মোট ১ কোটি ৬৮ লাখ ৭৯ হাজার শেয়ার লেনদেন করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে আছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৫ কোটি ৮০ লাখ ৯৪ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪৯ কোটি ৭৪ লাখ টাকা।

অপরদিকে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাক ব্যাংক। কোম্পানিটির ৩ কোটি ১৬ লাখ ৭৯ হাজার টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজার মূল্য ১৩৯ কোটি ৯১ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনাইটেড পাওয়ার, ওরিয়ন ইনফিউশন, ডেল্টা ব্রাক হাউজিং, ওরিয়ন ফার্মা, সিটি ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আনন্দবাজার/এফআইবি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  অধ্যক্ষকে লাঞ্ছনার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

সংবাদটি শেয়ার করুন