ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আরিফিন শুভ ফাঁস করলেন সিক্স প্যাকের রহস্য

সম্প্রতি নায়ক আরিফিন শুভ ফাঁস করলেন তার সিক্স প্যাকের রহস্য। ইতোমধ্যে তার সিক্স প্যাক নিয়ে আলোড়ন তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।

 এই অভিনেতা ৯৪ কেজি থেকে নিজের শরীরকে শুধু ৮৪ কেজিতেই নিয়ে এসেছেন। সেই সাথে এনেছেন শারীরিক কাঠামোর এক বিচিত্র পরিবর্তন। যা ভক্তদের মধ্যেও  তৈরি করেছে উন্মাদনা। নেটজনতার ব্যাপক কৌতুহলের কারণ হয়ে দাঁড়িয়েছেন শুভ। কীভাবে সম্ভব? সেই রহস্য ফাঁস করলেন।

জানা গেছে, শুভ যখন তার এই ৯ মাসের যাত্রা শুরু করেন, তখন তার ওজন ছিল ৯৪ কেজি। তিনি ‘আহারে’ ছবির জন্য ৮৫ কেজি থেকে ওজন বাড়িয়ে ৯৪ কেজি করেন। এরপর আবার শুরু হয় ৯৪ কেজি থেকে ৮৪ কেজিতে ফেরার সফর।

 গতকাল বৃহস্পতিবার রাতে আরিফিন শুভ’র শারীরিক পরিবর্তনের এই ভিডিওটি প্রকাশ করা হয়েছে। ‘fat to fit’ শিরোনামে প্রকাশিত এই ভিডিওটি নেটিজেনদের বিস্ময় তৈরি হয়েছে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন