ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রেকর্ড অর্থনৈতিক মন্দায় নিউজিল্যান্ড

গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক মন্দায় নিউজিল্যান্ড। আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে, নিউজিল্যান্ড সরকারের পরিসংখ্যান বিষয়ক দফতর।

বিশ্লেষকদের দাবি, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জারি করা কঠোর লকডাউনের কারণে নিউজিল্যান্ড এমন অর্থনৈতিক মন্দার মধ্যে পড়েছে। তবে ভাইরাস সংক্রমণ রোধে দেশটির এই কঠোর লকডাউন বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।

নিউজিল্যান্ড সরকারের পরিসংখ্যান বিষয়ক দফতরের প্রতিবেদনে জানানো হয়েছে, গত এপ্রিল থেকে জুন পর্যন্ত মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১২ ২ শতাংশ সঙ্কুচিত হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮৭ সালের পর এটি নিউজিল্যান্ডের সবচেয়ে বড় অর্থনৈতিক মন্দা।

তবে খুব দ্রুত এই অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে পারবে বলে আশা করছে নিউজিল্যান্ড সরকার।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন