ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘হৃদিতা হবে সুন্দর গল্পের ভালো নির্মাণ’

নতুন চলচ্চিত্র তৈরি করতে যাচ্ছেন জনপ্রিয় নির্মাতা যুগল ইস্পাহানি আরিফ জাহান। কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস অবলম্বনে হৃদিতা নামের এই চলচ্চিত্রে প্রথম বারের মতো জুটি হিসেবে দেখা যাবে এবিএম সুমন ও পূজা চেরিকে। ‘হৃদিতা’ এবং চলচ্চিত্রের নানা বিষয় নিয়ে নির্মাতা যুগলের অন্যতম নির্মাতা এম এন ইস্পাহানির সাথে কথা বলেছেন দৈনিক আনন্দবাজারের প্রতিবেদক ওয়ালিউল সাকিব।

আনন্দবাজার: নভেম্বরে তো হৃদিতার কাজ শুরু করতে যাচ্ছেন। প্রস্তুতি নিয়ে যদি কিছু বলতেন…

এম এন ইস্পাহানি: হ্যাঁ নভেম্বরে কাজ শুরু করতে যাচ্ছি। প্রস্তুতি তো অনেক দিন ধরেই চলছে। এখনো নিচ্ছি। প্রধান শিল্পী মানে নায়ক নায়িকা আগেই কনর্ফাম ছিল। এখন আরও কয়েকজন শিল্পী কলাকুশলী ঠিক করছি। আর্ট ডিরেক্টরকে নিয়ে সেট সিটিং এর পরিকল্পনা করছি। মূল নায়ক নায়িকাদের নিয়ে কিছুদিন গ্রুমিং করারও ইচ্ছা আছে।

আনন্দবাজার: সুমন-পূজা প্রথমবারের মতো জুটি হয়ে কাজ করতে যাচ্ছে। তাদের জুটি হিসেবে আনার চিন্তাটা কীভাবে আসলো?

এম এন ইস্পাহানি: সুমন-পূজাকে প্রথমবারের মতো জুটি হিসাবে আনার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে নতুন জুটি তৈরি করা। পুরাতনদের নিয়ে অনেক সময় নেগেটিভ পজেটিভ আলোচনা থাকে। নতুনদের অবশ্য নেগেটিভ কিছু থাকে না। যতটুকুই থাকুক পজিটিভ থাকে। তাছাড়া অনেক শিল্পী আছে যাদের ছবি সিনেপ্লেক্স ও ওটিটি প্ল্যাটফর্মগুলোর নিতে আগ্রহ কম থাকে। তাই নতুন জুটি নিলাম।

আনন্দবাজার: এর আগে ইমন আর অপু বিশ্বাসের জুটি তৈরি হয়েছিল আপনাদের হাত ধরেই। এবার সুমন আর পূজা চেরির জুটি আনতে যাচ্ছেন। এই জুটি নিয়ে ভবিষ্যতে আরও কাজ করবেন কিনা?

এম এন ইস্পাহানি: ইমন আর অপু বিশ্বাসকে নিয়ে যদিও ততটা সাকসেস পাইনি, তবে পুজা আর সুমনকে নিয়ে আমরা শতভাগ আশাবাদী। ভবিষ্যতেও ওদের নিয়ে কাজ করার আশা আছে।

আনন্দবাজার: বাংলা চলচ্চিত্রে নতুন জুটির প্রবনতা খুব কম দেখা যায়। সামনে কি আপনাদের আরও নতুন জুটি নিয়ে কাজ করতে দেখা যাবে?

এম এন ইস্পাহানি: নতুন জুটি ভালো হলে সবাই নিতে চাইবে। আমরা সবসময় ভালো জুটি খুঁজি। কিন্তু ভালো জুটি পাওয়া যায় না। তবে একদম নিউ জুটি পেলে সবার আগে তাদের অগ্রাধিকার থাকবে।

আনন্দবাজার: যদি বলি একটি সিনেমা হিসেবে হৃদিতার বিশেষত্ব কী, তবে কী বলবেন?

এম এন ইস্পাহানি: হৃদিতার বিশেষত্ব হৃদিতার গল্প। এটি আনিসুল হকের গল্প। আনিসুল হক অনেক বড় মাপের একজন লেখক। তাই মনে করি হৃদিতা হবে একটি সুন্দর গল্পের ছবি এবং একটি ভালো নির্মাণ।

আনন্দবাজার: হৃদিতা কি সিনেমা হলে মুক্তি দেয়া হবে? দেয়া হলে দর্শক কবে নাগাদ হৃদিতা দেখতে পারবে?

এম এন ইস্পাহানি: হলে মুক্তি দেওয়া হবে। ইন শা আল্লাহ আগামী বছরের শুরুতেই দর্শক সিনেমাটা দেখতে পাবে।

আনন্দবাজার: সামনে অন্য কোন সিনেমা নিয়ে পরিকল্পনা আছে কিনা?

এম এন ইস্পাহানি: সামনে আরও অনেক পরিকল্পনা আছে। সিনেমা ব্যবসার ধরন পাল্টাচ্ছে। এগুলো হিসাব করছি। সেই মতোই আগাচ্ছি। আগামী বছর আরও দুটো ছবি করবো। সেগুলো অবশ্যই মানসম্মত এবং সময়োপযোগী হবে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন