ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়ার করোনা ভ্যাকসিনের ১০ কোটি ডোজ পাচ্ছে ভারত

রাশিয়ার করোনা ভ্যাকসিনের ১০ কোটি ডোজ পাবে ভারত। ভারতে ‘স্পুটনিক-৫’ ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালে সহায়তা এবং বণ্টনে ভারতের ওষুধ প্রস্তুতকারী সংস্থা ডক্টর রেড্ডি ল্যাবরেটরির সঙ্গে চুক্তি করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)।

আরডিআইএফের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নিয়ন্ত্রক (সংস্থার) অনুমোদনের পর ডক্টর রেড্ডিকে ভ্যাকসিনের ১০০ মিলিয়ন (১০ কোটি) ডোজ দেবে আরডিআইএফ।

রাশিয়ান ওই সংস্থাটি জানিয়েছে, করোনাভাইরাস মোকাবিলায় স্পুটনিক-৫ ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। এর সুরক্ষাও প্রমাণিত হয়েছে। ভারতে সফল ট্রায়াল এবং নিয়ন্ত্রক সংস্থার দ্বারা নথিভুক্তির ভিত্তিতে ২০২০ সালের শেষের দিকে টিকা পাঠানো শুরু হতে পারে।

গত কয়েক সপ্তাহ ধরে যৌথভাবে স্পুটনিক-৫ ভ্যাকসিনটি তৈরি এবং উৎপাদনসহ একটি সম্ভাব্য টিকা তৈরির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলাই কুদাশেভ।

জানা গেছে, গত সপ্তাহে মস্কোয় সাংহাই কো-অপারেশন অর্গাইজেশন (এসসিও) ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও এই টিকার বিষয়ে আলোচনা হয়।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন