ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দর বাড়ার শীর্ষে এইচ.আর টেক্সটাইল

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ বুধবার দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এইচ.আর টেক্সটাইল লিমিটেড। আজ কোম্পানিটির মুল্য বেড়েছে ৪ টাকা বা ১০ শতাংশ।

এ তথ্য জানা গেছে ডিএসই সূত্রে।

তথ্য অনুসারে, বুধবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৪ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি এক হাজার ৪২৪ বারে ২৩ লাখ ৬৩ হাজার ৬১৯টি শেয়ার হাতবদল করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ২৭ লাখ টাকা।

অপরদিকে ২৬ কোটি ৭৯ লাখ টাকা লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে আছে নিটল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ১০ পয়সা বা ৯.৮১ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক হাজার ৫১৬ বারে ৫৮ লাখ ৯৯ হাজার ৩০১টি শেয়ার লেনদেন করে।

আর তৃতীয় স্থানে আছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৬০ পয়সা বা ৯.১২ শতাংশ বৃদ্ধি । আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা বাকি কোম্পানিগুলো হচ্ছে- বিডি ফিন্যান্স, ন্যাশনাল ফিড মিল, সিমটেক্স, সিটি ব্যাংক, ওয়াইম্যাক্স, বিডিকম অনলাইন ও সিটি জেনারেল ইন্সুরেন্স লিমিটেড।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন