ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কারখানার শ্রমিক ছিলেন জাপানের প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির প্রবীণ রাজনীতিবিদ ইয়োশিহিদে সুগা। উত্তরের আকিতা জেলার ছোট এক গ্রামে জন্মগ্রহন করেন সুগা। তার বাবা ছিলেন স্ট্রবেরিচাষি এবং মা স্কুলশিক্ষক। ১৮ বছর বয়সে তিনি গ্রাম ছেড়ে চলে আসেন রাজধানী টোকিওতে।

এসময় তিনি শ্রমিক হিসেবে কার্ডবোর্ড কারখানায় কাজ করতেন। আর সেখান থেকে যা আয় হতো, তা দিয়েই তিনি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার খরচ চালাতেন। ১৯৭৩ সালে হোসেই ইউনিভার্সিটিতে নাইট স্কুলে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন সুগা।

এরপর লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) একজন এমপির সেক্রেটারি হিসেবে কর্মজীবন শুরু করেন একাত্তর বছর বয়সী সুগা। তিনি ১৯৯৬ সালে নিজেই জাপানের সংসদের নিম্নকক্ষের সদস্য হন। ২০০৫ সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী জুনিচিরো কইজুমির মন্ত্রিপরিষদের সদস্য ছিলেন তিনি।

সদ্যপ্রয়াত প্রধানমন্ত্রী আবের প্রশাসনে মন্ত্রিপরিষদের প্রধান সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন সুগা। এরপর প্রধানমন্ত্রী পদত্যাগ করলে জাপানের সংসদের নিম্নকক্ষে ভোটাভুটির মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। ৪৬২টি ভোটের মধ্যে ৩১৪টি ভোট পায় তিনি।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন