দেশের প্রধান শেয়াবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ বুধবারও লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। কোম্পানিটির মোট ৩০ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছ।
প্রসঙ্গত, বেক্সিমকো ফার্মা লিমিটেড প্রায় এক মাস ধরে লেনদেনের শীর্ষস্থান দখল করে রেখেছে।
ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
বুধবার কোম্পানিটি মোট ২৬ লাখ ২৬ হাজার শেয়ার লেনদেন করেছে।
অপরদিকে ৯ লাখ ৩৬ হাজার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে আছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পনি লিমিটেড। যার বাজার মূল্য ৩০ কোটি ২৭ লাখ টাকা।
আর ১ কোটি ১৭ লাখ ২৬ হাজার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো। কোম্পানিটির ১ কোটি ১৭ লাখ ২৬ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৯ কোটি ৯৩ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্রাক ব্যাংক, সিটি ব্যাংক, নিটল ইন্স্যুরেন্স, কনফিডেন্স সিমেন্ট, বিডি ফিন্যান্স, বিবিএস ক্যাবলস ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি।
আনন্দবাজার/এফআইবি